ক্রিকেট

অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২১ , ৪:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান। চমক তো তাতে রয়েছেই। কিন্তু তার চেয়েও বড় ঘটনার জন্ম দিয়েছেন রশিদ খান! দল ঘোষণার পর পরই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন আফগান লেগ স্পিনার।

মূলত দল নির্বাচনে মতামত না নেওয়ায় ক্ষুব্ধ হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন রশিদ। দল ঘোষণার পর টুইটারে বিস্তারিত তুলে ধরে তিনি বলেছেন, ‘অধিনায়ক ও দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দল নির্বাচনের অধিকার আমার রয়েছে। কিন্তু নির্বাচক কমিটি ও এসিবি আমার মতামত না নিয়েই দল ঘোষণা করেছে। এর ফলশ্রুতিতে আমি আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

চমক হিসেবে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আফসার জাজাই ও ফরিদ আহমেদ।

আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রশিদ খান, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহীদী, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শারাফুদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কায়েস আহমেদ।

রিজার্ভস: আফসার জাজাই এবং ফরিদ আহমেদ।

আরও খবর

Sponsered content

Powered by