খেলাধুলা

বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক-বাদল

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২০ , ১১:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে হঠাৎ করে চমক দেখা গেল। সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বেশ নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ। তবে মনোনয়ন পত্র সংগ্রহের শেষদিনে সভাপতি পদে মনোনয়ন পত্র নিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক এবং জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার বাদল রায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য বিদায়ী কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন বাদল রায়। এদিকে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম। সোমবার বাফুফে ভবনে এসে নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেন শফিকুল ইসলাম মানিক। আর ক’দিন আগে করোনামুক্ত হওয়া বাদল রায় স্বশরীরে উপস্থিত না থাকলে পারলেও প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়া যাবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ৩ অক্টোবর আয়োজন হবে এবারের বাফুফে নির্বাচন ও সাধারণ বার্ষিক সভা