এ কেমন শত্রুতা! প্রতিপক্ষকে ঘায়েল করতে রোপণকৃত আমন বীজ উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া মৌজার সি এস খতিয়ান নং ৫০, যার হাল খতিয়ান নং ১২ দাগ নং ৭১৬,৮৬৩,৮৬৪,৯১১,৯৫৫ জমির পরিমান ২ একর।উক্ত জমির দীর্ঘ ৫০বছর ভোগ দখলে আছেন গৃহীতা জব্বার মির্ধা গং। সংবাদ সম্মেলনে তিনি জানান একই সাকিনের আজাহার মোল্লা বর্ণিত জমির কোন ওয়ারিশ বা মালিক না হওয়া সত্ত্বেও দূর্লভের বশবর্তী হইয়া তাঁহার মা জয়ফুল বিবিকে বাদী করিয়া আমতলী সহকারি জজ আদালতে একটি মামলা করেন ১২৭/ ২০০৭ ইং কিন্তু মামলায় দায়ের করিলে ও বিজ্ঞ আদালতে বিচার দাবির সমর্থনে কোন কাগজপত্র বা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করিতে না পারিলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন।
আজ সাড়ে ১১ টায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান প্রতিপক্ষ আজাহার মোল্লা সহ তাদের ভাড়াটি দলবল নিয়ে গত ২৫/০৯/২০২০ইং তারিখ তার রোপণকৃত আমন বীজ উপড়ে ফেলেছে যার জমির পরিমাণ 2 একর, ক্ষতির পরিমাণ প্রায় ষাট হাজার টাকা এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।