রাজশাহী

করোনা রোধে কাহালুতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৫:৩০:৫২ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরণের পদক্ষেপ নিয়েছে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে গণসচেতনা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সেই সঙ্গে উপজেলা প্রশাসন নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম জোরদার করেছেন। এমনকি মাস্ক পরা বাধ্যতামূলক করতে উপজেলার হাট বাজারসহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা অব্যাহত রেখেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত থাকেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ্ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির, এস আই মহিউদ্দিন, মাহবুব হোসেন, খায়ের উদ্দিন, খোকন চন্দ্র ভৌমিকসহ থানার পুলিশ সদস্যরা।

আরও খবর

Sponsered content