Uncategorized

গাংনীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ১২:১৩:৫২ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে এর চালক রুহুল আমিন (৪২) নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজাড়িয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন শিশিরপাড়া গ্রামের ইসারত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে রুহুল আমিন হাটবোয়ালিয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হেমায়েতপুর এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করা হয়।

 

গাংনী থানার ওসি মো. বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও খবর

Sponsered content