Uncategorized

বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্পের ৮৮ লক্ষ টাকার ইলেক্ট্রিক্যাল সরঞ্জামসহ গ্রেপ্তার ১

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৯:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনের তত্ত¡াবধানে অভিযানে বাঁশখালী গন্ডামারা এসএস পাওয়ার প্রজেক্টের ভিতর হতে চোরাই হওয়া ৮৮ লক্ষ টাকা মূল্যের ইলেক্ট্রিক্যাল ১১০টি ফ্লাক্সিবল চেইন উদ্ধার করেছে থানা পুলিশের চৌকশ একটি টিম। এ সময় ১জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদে খবর পেয়ে সোমবার (৩ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে গুনাগরি খাসমহল এলাকা থেকে ইলেক্ট্রিক্যাল ১১০টি ফ্লাক্সিবল চেইন উদ্ধার পূর্বক তোফায়েল হোসেন (৩০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামী তোফায়েল হোসেন উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল আলমের পুত্র।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদে খবর পেয়ে চুরি হওয়া ৮৮ লক্ষ টাকা মুল্যর ইলেক্ট্রিক্যাল ১১০টি ফ্লাক্সিবল চেইন বাসে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আসামীর বিরোদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by