Uncategorized

শেরপুরে ৪৫ ক্রীড়াবিদ সংগঠককে আর্থিক অনুদান

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৬:৫৩:২৩ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি
করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত শেরপুরের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ হতে প্রাপ্ত আর্থিক অনুদান ক্রীড়াবিদ, রেফারি, আম্পায়ার, ক্রীড়া সংগঠক সহ ৪৫ জনের প্রত্যেককে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের অর্থ উপকারভোগীদের হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারন সম্পাদক হাকিম বাবুল, ক্রীড়া সংগঠক খোরশেদ আলম, তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, অনুদানের পরিমাণ হয়তো কম, কিন্তু সরকার অন্যান্য অনেক সেক্টরের মতো ক্রীড়াঙ্গনের মানুষের পাশেও দাঁড়িয়ে সাহস যোগানোর চেষ্টা করেছে। মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবদিকে খেয়াল রাখেন। এই আর্থিক অনুদান তারই সাক্ষ্য বহন করছে। আমরা আশা করছি, শীঘ্রই হয়তো এই মহামারি করোনার থাবা থেকে আমরা রক্ষা পাবো। আবার আগের মতো ক্রীড়াঙ্গন সচল হবে। তবে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এজন্য সবাইকে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার অনুরোধ জানান। এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় হতে প্রেরতি ৩৭ জন অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মীর মাঝে ৫ হাজার টাকা করে করোনাকালীণ আর্থিক প্রণোদনা চেক প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by