প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ৩:০১:০০ প্রিন্ট সংস্করণ
কার্যকর করা হলো ইরানের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড। ইরানের অর্থনেতিক সংকটের বিরুদ্ধে ২০১৭ সালে দেশজুড়ে বিক্ষোভে উস্কে দেয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হল। স্থানীয় সময় শনিবার (১২ ডিসেম্বর) সকালে রুহুল জালেমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। অনলাইনে তার বেশ কিছু লেখায় প্রভাবিত হয়ে সাধারণ মানুষ ২০১৭ সালে বিক্ষোভে অংশ নেয়। সে সময় দেশের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এতে সমস্যায় পড়ে ইরানের সরকার।
৪৭ বছর বয়সী জামের দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসনে ছিলেন। পরে ২০১৯ সালে আটক হয়।
তার বিরুদ্ধে ‘করাপশন অন আর্থ’ অভিযোগ আনা হয়। এই ধরনের অভিযোগ সাধারণত গুপ্তচরবৃত্তি অথবা ইরান সরকার উৎখাতের চেষ্টায় যুক্ত থাকা লোকজনের বিরুদ্ধে আনা হয়। তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় গত জুনে রুহুল্লাহ জামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।
একে ‘চূড়ান্ত অবিচার’ অ্যাখা দিয়ে কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রিপোর্টাস উইথআউট বর্ডারস- আরএসএফ। আন্তর্জাতিক অন্যান্য বিভিন্ন সংগঠনও ক্ষোভ প্রকাশ করেছে।