রংপুর

বয়স্কভাতার আওতায় আরও দেড়শ’ জন

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২০ , ৪:৩৩:২২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নে নতুন করে আরও দেড়শ জন নারী-পুরুষকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। ইউনিয়নে পূর্বের ও নতুন মিলে ৭৫০ জন মানুষ ভাতার আওতায় আসে।

২ দিন ব্যপী পুরো ইউনিয়নে মাইকিং করে ব্যাপক প্রচারণার পর বুধবার দিনব্যপী ইউনিয়ন পরিষদ চত্বরে বয়স্ক ভাতার আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র যাছাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এর আগে এ উপলক্ষে ও করোনা ভাইরাস প্রতিরোধে ইউপি চেয়ারম্যান মো. সোহাগ হোসেন মাস্ক বিতরণ করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন, সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী মমতাজ বেগম প্রমুখ।