বাংলাদেশ

সয়াবিন তেলের দাম কমলো

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ৯:৩৮:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। পূর্বে নির্ধারিত দামের চেয়ে লিটারে কমানো হয়েছে ১৪ টাকা। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আজ রবিবার (১৭ জুলাই) দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। আজ রবিবার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সাথে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

তিনি আরো জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

আরও খবর

Sponsered content

Powered by