প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৭:২৩:১৯ প্রিন্ট সংস্করণ
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুরে নানক চত্বরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়া হয়।
বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে নিয়ে গণমাধ্যমটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত করতে আল-জাজিরা তার এদেশীয় দোসরদের নিয়ে মনগড়া খবর প্রচার করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়। এ সময় বক্তারা আলজাজিরা চ্যানেলকে বয়কটের আহ্বান জানান।