রংপুর

আটোয়ারীতে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরণ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৫:৩২:৫২ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে দু’জন আদর্শ কৃষকের মাঝে অর্ধেক মূল্যে দু’টি অত্যাধুনিক কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামের আদর্শ কৃষক মো. আইনুল হকের পুত্র আশরাফুল ইসলামের হাতে এসিআই লি. কোম্পানীর ২৯ লাখ টাকা মূল্যের একটি এবং ধামোর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মশির উদ্দীনের পুত্র মো. সিরাজুল ইসলামের হাতে অত্যাধুনিক হারভেষ্টার মেশিনের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান। কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোছা. নুরজাহান খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায় ও ফরহাদ হোসেন, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

আরও খবর

Sponsered content