খুলনা

মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ২৮ অনুপ্রবেশকারী আটক

  প্রতিনিধি ১০ মে ২০২১ , ৭:১২:৫৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পৃথক দু’টি অভিসানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ২৮ অনুপ্রবেশকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটেলিয়ান ৫৮ বিজিবি।

মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের মাটিলা ও বাঁশবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও চারজন নারী রয়েছে। আটককৃতদের বাড়ি খুলনা, বরিশাল ও নাটোর জেলায়। ভারতে কয়েকটি প্রদেশে বিশেষ ধরনের করোনা মহামারী আকার ধারন করার মধ্যে সেখান থেকে এতো বেশি মানুষ একসাথে আটক হওয়ার খবরে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার ভোর রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়। এরমধ্যে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের মাটিলা গ্রামের মোঃ আনারুল ইসলামের বাড়ির পূর্ব পাশ হতে ১৯ বাংলাদেশী নাগরিককে আটক করে। এরমধ্যে ১৭ জনের বাড়ি নাটোরে। এসময় তাদের সহযোগীতা করার অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক দালালকেও আটক করে বিজিবি। আটক দালাল সাদ্দাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। এদিকে একই রাতে সামান্তা বিওপির সদস্যরা সীমান্তের বাঁশবাড়িয়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আটজন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।

লে. কর্নেল কামরুল আহসান আরো জানান, এ করোনার সময় তারা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের সরাসরি কোয়ারেন্টাইন দেওয়ার কোন নির্দেশ নেই। এ জন্য আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দায়ে করে থানায় সোপর্দ করা হয়েছে। এখন আদালতের সিন্ধান্তে তাদের কোয়ারেন্টাইন রাখতে পারে।

 

 

আরও খবর

Sponsered content