দেশজুড়ে

পোরশায় ২৭৯ মসজিদে অনুদানের চেক বিতরন

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৭:১৭:২৩ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে সকল মসজিদের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে নওগাঁর পোরশায় ২৭৯ টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে প্রাপ্ত ১৩ লক্ষ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শনিবার নিতপুর মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনে বক্তব্য প্রদান করে মসজিদ কতৃপক্ষের কাছে চেক বিতরনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় তিনি বক্তব্যে দানকালে  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলে মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ হচ্ছে। মসজিদ, মাদ্রাসা ও এতিম খানার আরও উন্নয়ন হবে। মসজিদের ইমাম মোয়াজ্জিনকে সহায়তা করা তিনি জীবনেও দেখেননি বলেন এবং এই প্রথম তাদের জন্য এ সরকার আর্থিক সহায়তা দিচ্ছে বলে তিনি জানান। তিনি করোনা প্রতিরোধে দলমত নির্বিশেষে এক যোগে সম্মিলিত ভাবে কাজ করার কথা বলেন। তিনি গরীব অসহায়দের ব্যক্তিগত ভাবে যারা ত্রাণ দিচ্ছেন তাদের সকলকে সাধুবাদ জানান। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে সামাজিক দুরুত্ব বজায় রেখে উপস্থিত প্রত্যেক মসজিদ কতৃপক্ষের কাছে ৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এতে ২৭৯ টি মসজিদে প্রত্যেকটিতে ৫ হাজার টাকা করে ১৩ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরন করা হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, ইসলামী ফাউন্ডেশন এর তত্বাবধায়ক আব্দুল আহাদ, যুবলীগের যুগ্ম সম্পাদক অ্যাড: সুলতান রাজা, নিতপুর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শামিম আখতার উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবীল হতে প্রাপ্ত ২ লক্ষ ১৫ হাজার টাকার চেক বৃহস্পতিবার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমিদার এমপি’র সুপারিশক্রমে পাওয়া চেক গুলি উপজেলার ১৫টি মাদ্রাসা কতৃপক্ষের কাছে বিতরন করা হয়।
 

আরও খবর

Sponsered content

Powered by