আন্তর্জাতিক

রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্কুলে হামলা, নিহত ১১

  প্রতিনিধি ১১ মে ২০২১ , ৪:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রাশিয়ার একটি স্কুলে বন্দুক হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাজান শহরে এ হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তাতারস্তানের রাজধানী কাজানের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৯ শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার মস্কো থেকে প্রায় ৮২০ কিলোমিটার দূরের ওই স্কুলটির অভ্যন্তরে দুই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। এই ঘটনায় এক কিশোরকে আটক এবং দ্বিতীয় আরেকজন ভবনের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে বের হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শিক্ষার্থীকে স্কুলের বাইরে আনা হলেও বেশ কয়েকজন ভেতরে আছে।

হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। স্কুলটিতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের পাঠানো হয়েছে। শহরের অন্য স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখানোভ এই ঘটনাকে বিপর্যয় আখ্যা দিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by