আন্তর্জাতিক

পুলিশের কাছে চার সপ্তাহ সময় চাইলেন সেই নূপুর শর্মা

  প্রতিনিধি ২১ জুন ২০২২ , ৪:১৯:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

জীবনের ঝুঁকি রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করে থানায় হাজির হতে পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করা সদ্য দলীয় মুখপাত্র পদ থেকে পদচ্যুত বিজেপি নেত্রী নূপুর শর্মা।

এর আগে নূপুর শর্মার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এফআইআর করা হয়। কলকাতার নারকেলডাঙ্গা থানা এমনই এক এফআইআরের ভিত্তিতে ২০ জুনের মধ্যে নূপুরকে নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়।

কলকাতা পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১-এ ধারায় ওই নোটিশ পাঠায়। কিন্তু গতকাল সোমবার (২০ জুন) নূপুর শর্মা নারকেলডাঙ্গা থানায় হাজিরা দেননি। পরিবর্তে তিনি কলকাতা পুলিশকে একটি ই-মেইল পাঠিয়েছেন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মা ওই ই-মেইলে জানিয়েছেন, এখন তার জীবনের ওপর ঝুঁকি রয়েছে। এখন তিনি যেতে পারছেন না। চার সপ্তাহ পরে তিনি নারকেলডাঙ্গায় হাজির হতে পারবেন।

এদিকে, গতকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল নেতা, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাম উল্লেখ না করে নূপুরের বক্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন।

আরও খবর

Sponsered content

Powered by