বিনোদন

ইউটিউবে বাংলায় ‘সুলতান সুলেমান’

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৬:১১:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। দীপ্ত টিভির মাধ্যমে বাংলাদেশেও দারুণ দর্শকপ্রিয় হয়ে ওঠে সিরিজটি।

এবার তুর্কি সিরিয়াল নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে দীপ্ত টিভি। সিরিয়ালটি আবারও প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে টিভি চ্যানেলটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ জুন) থেকে দীপ্ত টিভিতে প্রতিদিন রাত ১০টায় এবং দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’। বর্তমান সময়ে ইউটিউবের প্রতি দর্শকের আগ্রহের কারণেই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। মোট ৩৮০টি পর্ব দেখানো হবে।

সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত এই মেগা-সিরিয়াল।

আরও খবর

Sponsered content

Powered by