রাজশাহী

ট্রেন যাত্রীর প্রাণ বাঁচিয়ে সম্মাননা পেল নাজির

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২১ , ৬:৫০:৪২ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

রেললাইন ভাঙ্গা দেখে গলার লাল গামছা উড়িয়ে ট্রেনযাত্রীর জীবন বাঁচানো দুঃসাহসের পরিচয় দেওয়ায় সেই যুবককে সম্মাননা ও অর্থ সহায়তা করে বাংলাদেশ রেল বিভাগ রাজশাহী অঞ্চল। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত আফছার আকন্দের ছেলে নাজির আকন্দ গামছা উড়িয়ে ট্রেনটি থামায়েছিল।

বুধবার দুপুরে পাঁচবিবি স্টেশনে নাজিরের হাতে এসব তুলে দেন রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চালের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ্। এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা নাসির উদ্দিন (পাকশী), বিভাগীয় ম্যানেজার শহিদুল ইসলাম (পাকশী), সহকারি নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান (পাবর্তীপুর) ও পাঁচবিবি স্টেশন মাষ্টার আব্দুল আউয়াল প্রমুখ।

আরও খবর

Sponsered content