দেশজুড়ে

সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী এবারেও শীর্ষে

  প্রতিনিধি ১ জুন ২০২০ , ৭:৪২:১৪ প্রিন্ট সংস্করণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : রবিবার প্রকাশিত এস.এস.সি ও সমমানের পরীক্ষা ২০২০ ফলাফলে প্রতিবারের ন্যায় এবারও সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী বোচাগঞ্জ উপজেলার মধ্যে শীর্ষ ফলাফল অর্জন করেছে। অত্র উপজেলা থেকে মোট ১২৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ ফাইভ ফলাফল অর্জন করে, তার মধ্যে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর ছাত্র-ছাত্রীরা শতভাগ পাশ সহ মোট ৬০ জন ছাত্র-ছাত্রী জিপিএ ফাইভ পেয়ে ফলাফলের দিক দিয়ে উপজেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। ২য় অবস্থানে আছে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এ বিদ্যালয়ে ৪১ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। পাশের হার ৯৩.৯৪। জিপিএ ফাইভ প্রাপ্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হল- তেতেড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, চিনিকল উচ্চ বিদ্যালয থেকে ৪ জন,গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, সেতাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১ জনসহ সর্বমোট ১২৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ ফাইভ প্রাপ্ত হয়। উল্লেখ্য,দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়  ২০১৯  পাসের হার ৮৩ দশমিক ৯২ ভাগ। প্রতিবারের মতোদিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মধ্যে সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
 

আরও খবর

Sponsered content

Powered by