ক্রিকেট

বিজয়নগরে মোবাইলে বিয়ে, স্বামীর সঙ্গে দেখা না হতেই স্ত্রীর আত্মহত্যা।

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২১ , ৬:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের, মো. কুদ্দুছ মিয়ার মেয়ে মোছা. তাকমিনা বেগমের মোবাইল ফোনে বিয়ে হয় সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের মাফরত আলীর ছেলে সৌদি প্রবাসী সবুজ মিয়ার (২১) সঙ্গে। বিয়ের দেড় বছর হলেও দেশে না ফেরায়, স্ত্রীর সঙ্গে দেখা হয়নি স্বামীর। আর কোন দিন দেখা হবে না তাদের। সোমবার দুপুর তার নিজ ঘরে আত্মহত্যা করেছেন তাকমিনা।

জানা গেছে, বিয়ের পর এখনো ছেলে প্রবাসে আছেন সবুজ মিয়া। তারা প্রায় সময়ই মোবাইল ফোন ব্যস্ত পেয়ে একে অপরকে নানান ভাবে দোষারোপ ও কথা কাটাকাটি করে থাকতেন। তাকমিনার শাশুড়ি রোববার বিষয়টি নিয়ে মোবাইল ফোনে তাকমিনার সঙ্গে কথা কাটাকাটি করেন। পরে তার স্বামী বিষয়টি নিয়ে তাকমিনাকে গালাগালি করার পর সোমবার দুপুরে তিনি আত্মহত্যা করেন।

বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমরা খবর পেয়ে ঘর থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।