চট্টগ্রাম

সুবর্ণচরে কৃষক উন্নয়ন সংস্থার বিনিয়োগ কার্যক্রম

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২১ , ৭:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি:

সুবর্ণচর উপজেলায় কৃষক উন্নয়ন সংস্থার বিনিয়োগ কার্যক্রমনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সংস্থার কার্যালয়ে বিনিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী।

পরে কৃষক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ নুরনবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইকবাল বাবলু। এসময় ২জন সদস্যের নিকট বিনিয়োগ শেয়ার হস্তান্তর করা হয়।

কৃষক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাশেদ ইকবাল বাবলু বলেন, ৩০ নভেম্বর থেকে ২০ জন প্রশিক্ষিত কর্মী নিয়ে কৃষক উন্নয়ন সংস্থার বিনিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে কৃষক উন্নয়ন সংস্থার গ্রাহক সংখ্যা প্রায় এক হাজার। তিনি আরও বলেন, আমাদের এখানে কোন সদস্যকে নগদ অর্থ দেয়া হয় না। শুধুমাত্র গ্রাহকদেরকে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by