চট্টগ্রাম

মতলবে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরীকে গণ সংবর্ধনা

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৭:১২:০৫ প্রিন্ট সংস্করণ

সম্রাট সিকদার, মতলব প্রতিনিধি:

সাবেক ত্রাণ ও দর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণ সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জেলা আওয়ামী লীগ নেতা আ. রব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর, ছেংঙ্গারচর পৌর আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি ৃনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ প্রমুখ।

 

 

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম দল। দলটি শাখা প্রশাখা বিস্তার করে সারাদেশে আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে। স্বাধীন একটি দেশ উপহার দিতে জাতির পিতা দলটি তিলে তিলে গড়ে তুলেছিলেন, তাঁরই কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আজকে আরো শাখা-প্রশাখা বিস্তার করে পুরো দেশে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, হিংসার রাজনীতি পরিহার করে সকলে মিলে সংগঠন কে শক্তিশালী করি। সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মতলবটাকে সিঙ্গাপুর বানাই। আমার রাজনৈতিক জীবনে আমি চুল পরিমান আওয়ামী লীগের সাথে বেঈমানী করিনি, মৃত্যুর আগপর্যন্ত ও করবনা। জননেত্রী শেখ হাসিনা আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি।

আরও খবর

Sponsered content