খেলাধুলা

টাইগারদের হারিয়ে মাসসেরা রাজা

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৬:০০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সিকান্দার রাজা। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরি করা এই জিম্বাবুয়ান ব্যাটার পরে ভারতের বিপক্ষেও তিন শতকের দেখা পান।

ইতিহাস গড়ে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’জিতেছেন রাজা। আগস্ট মাসের সেরা হতে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে।

এর আগে গত মাসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রাজা দলের জয়ে ১০৯ বল খেলে ১৩৫ রানের  অপরাজিত ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতেও দল জিতিয়ে ফেরেন রাজা। খেলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস, সিরিজও জিতে নেয় জিম্বাবুয়ে। এরপর বল হাতে নেন ৩ উইকেট। পরে ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯৫ বলে ১১৫ রানে অসাধারণ ইনিংস খেলেন।

এদিকে কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার স্বর্ণ জয়ের পথে অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রাখার পুরস্কার পেলেন তাহলিয়া ম্যাকগ্রা। অগাস্টের সেরার লড়াইয়ে তিনি পেছনে ফেলেন সতীর্থ বেথ মুনি ও ভারতের জেমিমা রদ্রিগেজকে।

আরও খবর

Sponsered content

Powered by