খুলনা

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন : পুরস্কার প্রদান

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৮:০২:৩০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা  ( খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় এর উদ্ধোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,লিপিকা ঢালী, পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জসীম উদ্দীন,শিক্ষা কর্মকর্তা  বিদ্যুৎ রঞ্জন সাহা,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,রিপন মন্ডল,কেএম আরিফুজ্জামান তুহিন,আব্দুল মান্নান গাজী,শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সম্পাদক গোলাম কিবরিয়া রিপন। অনুষ্ঠান শেষে চিংড়ি চাষে বিশেষ অবদান রাখায় রয্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে শ্রেষ্ঠ পুরস্কার, মৎস্য চাষে বিশেষ অবদানে সাংবাদিক জিএ রশীদ ও কাঁকড়া চাষে অবদান রাখায় হিমাদ্রি ঢালীকে পুরস্কৃত করা হয়। এর পুর্বে উপজেলা পরিষদের পুকুরে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়

Powered by