খেলাধুলা

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতলো ব্রাজিল

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১১:০৬ প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতলো ব্রাজিল

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই বাড়তি উন্মাদনা। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল, সবকিছুতেই দুদেশের লড়াইয়ে উত্তেজনার থাকে তুঙ্গে।

তেমনই এক রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিল। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতে নিয়েছে তারা। অষ্টমবার শিরোপার স্বাদ পেল সেলেকাও দলটি।

রোববার (১৭ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে শুরু থেকেই জমে ওঠে দুই দোলের লড়াই। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর। এরপর পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

আর্জেন্টিনাকে হারিয়ে অষ্টমবারের মতো মহাদেশীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ব্রাজিল। অন্যদিকে নয় আসরের মধ্যে কেবল একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলাকে পরাজিত করেছে পেরু।

আরও খবর

Sponsered content

Powered by