রাজশাহী

সাফ বিজয়ী আঁখিকে সংবর্ধনা দিলো শাহজাদপুর পৌরসভা

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৬:৫৭:০৮ প্রিন্ট সংস্করণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভার আয়োজনে সাফ ফুটবল জয়ী আঁখিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। সভাপতির বক্তব্যে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, আঁখি শাহজাদপুরের মেয়ে, সে আমাদের গর্ব। আঁখির সম্মানে তার ভাই নাজমুলকে পৌরসভায় একটি চাকরির ব্যবস্থা করবো।

আঁখিকে দেয়া সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি এ্যাড শেখ আব্দুল হামিদ লাবলু, ভিপি আব্দুর রহিম, আমিরুল ইসলাম শাহু, শেখ কাজল, আশিকুল হক ডিনার, প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, কাউন্সিলর জহরলাল হোসেন, আল মাহমুদ, সিলভী পারভীন মিঠু প্রমুখ। সংবর্ধনা সভায় পৌর মেয়র তরু লোদী আঁখির হাতে ক্রেষ্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

 

 

 

 

 

আরও খবর

Sponsered content