রাজশাহী

ধুনটে কৃষি উপকরণ বিতরণ

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২১ , ৭:২১:৩০ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার ধুনট উপজেলায় ১১০ জন কৃষক ও কৃষাণির মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন কৃষি উপকরণ হিসাবে পেঁয়াজ বীজ, পাট বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে উক্ত বীজ সার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুন্নাহার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র ও জুয়েল হোসেন প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by