প্রতিনিধি ৪ জুলাই ২০২৩ , ৩:১৭:২৫ প্রিন্ট সংস্করণ
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন নাটোর জেলা আওয়ামীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক। মঙ্গলবার দুপুরে উপজেলার লালপুর হল মোড়ে তার নিজ কার্যালয়ে এই সাংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সদস্য, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, আমি পারিবারিকভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। নিজের বর্ণাঢ্য রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি জানান,বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এ অঞ্চলের উন্নয়নকে তরান্বিত করতে সাধারণ মানুষ তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দেখতে চায়। সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতেই আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চান। এ জনপদের উন্নয়নের বৈষম্য তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি এ অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে ২৪ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষনা করেন।