দেশজুড়ে

বড়াইগ্রামে পুত্রকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪১:০৭ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে পুত্রকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ৮ বছর বয়সী শিশুপুত্রকে খুঁজতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের মহিষভাঙ্গা এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে থানা পুলিশ এসে প্রাথমিক তদন্ত শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত ওই মায়ের নাম আঞ্জুয়ারা বেগম (৩২)। সে একই পৌরশহরের পূর্ব কালিকাপুর এলাকার আছের উদ্দিনের স্ত্রী।
প্রতিবেশীরা জানায়, সকালে দুষ্টুমি করার কারণে আঞ্জুয়ারা তার পুত্র আনিছকে মারধর করে। এতে রাগে-অভিমানে পুত্র আনিছ বাড়ি থেকে চলে যায়। দুুপুরে বাড়িতে না ফেরায় পুত্রকে খুঁজতে গেলে সে পুকুর পাড়ে যায় এবং আকস্মিক পানিতে ঝাপ মারে। পরিবারের সদস্যরা জানায়, আঞ্জুয়ারা মৃগী রোগে ভুগছিলো। তাই পানি দেখে ঝাপ মেরেছে এবং এর ফলে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও খবর

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

দেবিদ্বারে দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরি,৩৫ লক্ষ টাকার মালামাল লুট

দেবিদ্বারে দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরি,৩৫ লক্ষ টাকার মালামাল লুট

কমরেড জসিম উদ্দিন মন্ডলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে এবার বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু

দুপচাঁচিয়ায় বিজয়া পুনর্মিলনী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু।

স্বরপকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, বর ও কনের পিতাকে জরিমানা

স্বরপকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, বর ও কনের পিতাকে জরিমানা

Sponsered content

Powered by