দেশজুড়ে

বরগুনা জেলা সিভিল সার্জনের কাছে তিনটি অ্যাম্বুলেন্স হস্তান্তর

  প্রতিনিধি ৬ মে ২০২০ , ৫:৪২:২৫ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা স্বাস্থ্য বিভাগকে করোনা প্রতিরোধে নমুনা সংগ্রহের জন্য তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছে পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)। বুধবার সকালে জেলা সিভিল সার্জনের কাছে অ্যাম্বুলেন্স তিনটি হস্তান্তন করে পিএইচডি। 

পিএইচডির স্বাস্থ্য সমন্বয়কারী মো. বদিউজ্জামান জানান, উপকূলীয় জেলা বরগুনায় করোনার নমুনা সংগ্রহের কাজ ত্বরান্বিত করতে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্প থেকে এই অ্যাম্বুলেন্স তিনটি দেয়া হয় জেলা স্বাস্থ্য বিভাগকে। এতে করে উপকূলের মানুষ উপকৃত হবে। 

জেলার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন হাসান শাহিন খান বলেন, বরগুনায় অ্যাম্বুলেন্স খুব দরকার ছিলো। উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে খুব দ্রুত নমুনা পাঠানো যাবে। এর কারণে জেলার মানুষ উপকৃত হবে।

আরও খবর

Sponsered content

Powered by