রাজশাহী

দিনমজুর কন্যা সাদিয়ার কলেজে ভর্তি অনিশ্চিত

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৭:৪৬:৫২ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

মোছা. সাদিয়া খাতুন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের দিনমজুর ভূমিহীন আব্দুস সামাদ ও গৃহিণী জামেনা খাতুনের মেয়ে সাদিয়া। সে এবার বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে এ ফলাফল করেছে। তবে অভাবের সংসারে তার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, মেধাবী সাদিয়া পিইসি এবং জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলেও অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারবে কিনা,তা নিয়ে চিন্তিত সাদিয়া ও তার বাবা-মা। সাদিয়ার বাবা আব্দুস সামাদ বলেন, বাবার রেখে যাওয়া বসতবাড়ির ১০ শতাংশ ভিটে ছাড়া আর কোন সম্পদ নেই আমার। দিন এনে দিন খেতে হয় আমাদের। মেয়ের পড়াশোনার টাকা দেবো কোথা থেকে,তা নিয়ে দুশ্চিন্তায় আছি। সাদিয়ার মা জামেনা খাতুন বলেন, টাকার অভাবে মেয়েকে কোনদিন একটা ভালো জামা কিনে দিতে পারিনি। মেয়েকে প্রাইভেট পড়াতে পারিনি। অনেক কষ্টে এ পর্যন্ত এসেছে। কলেজে কিভাবে ভর্তি করবো,তা জানিনা। বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, মেয়েটি অত্যন্ত মেধাবী। আমরা তাকে সব সময় সহযোগিতা করেছি। উচ্চ শিক্ষার জন্য বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি সহযোগিতা করলে সাদিয়া হয়তো লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

আরও খবর

Sponsered content

Powered by