দেশজুড়ে

রাজগুরু বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:১৭:২৭ প্রিন্ট সংস্করণ

রাজগুরু বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর সকালে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত  ৮০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ হবে রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা ঘর।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা ঘর এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে মন্ত্রী রাজগুরু বৌদ্ধ বিহার পরিদর্শন করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী  জিয়ায়ুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  শাহ আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উম্মে হাবীবা মীরা, বান্দরবান পৌরসভার মেয়র,মোঃসামসুল   ইসলাম।

রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ভদন্ত কেতু মহাথেরো এবং রাজগুরু বৌদ্ধ বিহারের আবাসিক পরিচালক ভদন্ত নাইন্দসারা ভিক্ষু।

আরও খবর

Sponsered content