রাজধানী

মোদির আগমনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের বিক্ষোভ

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২১ , ৭:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে নীলক্ষেত- কাটাবন হয়ে শাহবাগ দিয়ে প্রেসক্লাবের দিকে যায়।

jagonews24

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৩ টায় মোদিবিরোধী সমাবেশের ঘোষণা দেন বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। তবে দুপুর থেকেই সেখানে ছাত্রলীগের অবস্থানের কারণে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে বাধ্য হন।

বিক্ষোভ সমাবেশে তারা ‘সারা বাংলা কারাগার’, ‘গুজরাটের কসাই, গুজরাটে ফিরে যা’, ‘গো ব্যাক মোদি, গো ব্যাক ইন্ডিয়া’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

আরও খবর

Sponsered content

Powered by