রাজশাহী

শিবগঞ্জে কোভিড গণটীকা কার্যক্রম উদ্বোধন

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ১০:০৩:২৮ প্রিন্ট সংস্করণ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে ‘একদিনে এককোটি’ কোভিড টীকা প্রদান কার্যক্রম বগুড়া শিবগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রমে মানুষদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকাদান কর্মসূচিকে সফল করতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস পিপিএম টিকাকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নে ৩৬টি টিকাকেন্দ্রে টিকাদান কর্মসূচি পালন করা হয়। টিকাদান কর্মসূচির পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব সবুজ জানান, টিকাদান কর্মসূচি সফল করতে আগেই গ্রামে-গঞ্জে মাইকিং করা হয়েছে। এজন্য টিকাগ্রহণে প্রান্তিক মানুষের মাঝে আগ্রহ তৈরি হওয়ায় সকাল থেকে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে মানুষ টিকাগ্রহণ করছে।

আরও খবর

Sponsered content

Powered by