প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৬:৪৯:৪৪ প্রিন্ট সংস্করণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
হিউম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উলিপুর উপজেলার আব্দুল হাকিম ও দক্ষিণ মধুপুর গ্রামে অর্ধশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সামাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সামছুদ্দোহা সাকিল ও কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সালমান সাকিব।