প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৮:১০:৫৮ প্রিন্ট সংস্করণ
নকলা উপজেলার কুর্শা বিলের পাড়ে মুজাকান্দা মিলিনিয়াম স্কুল মাঠের উত্তরে ৪একর জমিসহ একটি পুকুর যার মালিক কৃষকলীগ নেতা আলমগীর হোসেন। এখানে ড্রেজার দিয়ে প্রায় ৩০হাত গর্ত করা হয়। মাছ চাষ করা হয় পুকুরটিতে এরই মধ্যে এক ছেলে এক মেয়ে বিগত ৩বছরের মধ্যে পানিতে পড়ে মারা যায় এলাকাবাসী বললেন একা একা পায়ে হেটে পুকুর পাড় দিয়ে গেলেও নিচ থেকে টান দিয়ে কে যেন নিয়ে নেয়। আবার কেউ বলেন এখানে এখনো ২০হাত পানির গর্ত রয়েছে যেখানে নিচের মাছ ধরাই যায় না। আশে পাশের সকল মানুষ গরু মহিষ ধোয়ায় তাদের উপকারও হচ্ছে বলে জানান। ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি