রংপুর

খানসামায় সূর্যপূজা উদ্যাপন

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দুই দিনব্যাপী সূর্য পূজা উদ্যাপন করেছে। স্থানীয়ভাবে এ পূজাকে বলা হয় ছট পূজা। প্রতি বছর কালী পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজার আয়োজন করা হয়। একে অনেকে সূর্যস্নান বলে থাকেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা এবং শনিবার ভোর রাত থেকে সকালে সূর্য ওঠা পর্যন্ত উপজেলার পাকেরহাট বেলান নদীর তীরে এ সূর্য পূজা অনুষ্ঠিত হয়। শনিবার সূর্যোদয়ের আগে একই নিয়মে পূজা শুরু করেন তারা। সূর্যোদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান এবং সরবত পানের মধ্যে দিয়ে শেষ করেন সূর্য পূজা। পূজা শেষে একে অন্যকে আবির মাখিয়ে দেন পুণ্যার্থীরা। খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস বলেন, পৃথিবী সৃষ্টির জন্য খ্যাতি, অপ, পেচ, মরুদ ও বম্ এই ৫টি মূল উপাদান। এর মধ্যে পেচ হল অন্যতম। ইহা আসে সূর্য থেকে। তাই সূর্যকে দেবতা হিসেবে আমরা পূজো করে থাকি।

আরও খবর

Sponsered content