চট্টগ্রাম

চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, হাতের নাগালে দাম

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ১১:৫৩:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
চাঁদপুরের পাইকারি বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেড়েছে ইলিশের। এতে দাম এখন নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা।

চাঁদপুরের সবচেয়ে ব্যস্ত পাইকারি ইলিশের বাজার বড় স্টেশন মাছঘাট। শুক্রবার ভোর থেকেই এই বাজারে নানা আকারের ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। যা এখনো অব্যহত রয়েছে। এতে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে বেশ সরগরম হয়ে উঠেছে পাইকারি বাজারটি। এসময় ক্রেতার দৃষ্টি কাড়তে পুরো বাজারটিতে স্তূপ করে ইলিশ সাজাতে ব্যস্ত শ্রমিকরা। বাদ পড়ছেন না বরফ ব্যবসায়ীরাও।

শুধু চাঁদপুরের পদ্মা বা মেঘনা নদী থেকেই নয়, আশপাশের জেলার নদীতে ধরা ইলিশ নিয়ে জেলে এবং ব্যাপারীরা এখানে ছুটে আসেন। এতে সরবরাহ বাড়ায় ইলিশের দামও ক্রেতার নাগালের মধ্যে চলে এসেছে।

আরও খবর

Sponsered content