প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৮:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আগামী ২৮-৩০ জুন ডিজিটাল মেলা উদযাপন উপলক্ষে জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, সাংবাদিক এসএম জসিম উদ্দিন, গোলাম সারোয়ার স¤্রাট প্রমুখ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজিটাল পদ্ধতি জুম ব্যবহার করে জেলা প্রশাসক ও নিজ নিজ বাড়ি থেকে কনফারেন্সিংয়ের মাধ্যমে সংবাদকর্মীরা সভার সাথে যুক্ত হয়।