রংপুর

ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

  প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ৭:৪৮:২৯ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপন ও বিনা খরচে করেনা পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রি দল বাসদ। সোমবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন, বাসদ ঠাকুরগাঁও জেলা শাখার সংগঠক প্রকাশ চন্দ্র রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার শাহরিয়ার ইমন ও আব্দুল কাদের প্রমুখ। বক্তারা দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোনা টেস্টের ফলাফল সময় সাপেক্ষ উল্লেখ করে, ঠাকুরগাঁওয়ে অবিলম্বে পিসিআর ল্যাব স্থাপন ও বিনামূল্যে করোনা পরীক্ষার দাবি জানান। উল্লেখ্য যে, করোনা বৃদ্ধি রোধে ঠাকুরগাঁওয়ে একটি পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে ঠাকুরগাঁওবাসীর ব্যানারে মানববন্ধন, গণঅবস্থান ও স¥ারকলিপি প্রদানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

আরও খবর

Sponsered content