রংপুর

দিনাজপুর স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৭:০৬:৫২ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : শনিবার বড়মাঠ স্পোর্টস ভিলেজ প্রাঙ্গনে ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দোগে বাংলাদেশ ৮৮ চ্যারেটি ফোরাম দিনাজপুর প্যানেলের আয়োজনে শীতে বিপদাপন্ন অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ৮৮ চ্যারেটি ফোরাম, দিনাজপুর প্যানেলের আহবায়ক মো. শামীম কবির অপু, যুগ্ম আহবায়ক সৈয়দ আজাদুর রহমান বিপু, সৈয়দ সাগির আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম সাগর সহ প্যানেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাহী সৈয়দ আপন আহসান জানান, আমাদের এই সংগঠনের কার্যক্রম গত বছর থেকে শুরু হয়েছে। ডুনেশন এর মাধ্যমে বিপদাপন্ন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ছাড়াও মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচী গ্রহন করা হয়েছে যা পর্যায়ক্রমে মানবতার কল্যানে বাস্তবায়ন করা হবে।

আরও খবর

Sponsered content