Uncategorized

ধামইরহাটে খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ৭:৩১:২৮ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে আমেরিকান প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলা’র উদ্যোগে মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ ১৬০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই বেলা ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি এম এম কলেজ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১৬০টি পরিবারে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবন ও সাবান বিতরণ করেন ধামইরহাটের প্রয়াত দলিল লেখক শফিউদ্দিনের ছেলে আমেরিকা প্রবাসী ফিরোজ-দোলা দম্পতির পক্ষে তার ছোট ভাই মো. ফরিদুল ইসলাম ও রুহেল আহম্মেদ।

এ সময় ৩টি মসজিদ, ১টি মাদরাসা ও এতিম খানায় মোট ৮০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাবেক সভাপতি মোজাম্মেল হক, প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুসা স্বপন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক হারুন আল রশিদ, সাংবাদিক শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সোহেল হোসেন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।