প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ
ভারত সরকার পূর্ব ঘোষণা ছাড়াই অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এর কারণ দেখিয়ে আড়তদার ও পাইকারি বিক্রেতারা পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে যেন মূল্যবৃদ্ধি করতে না পারে এজন্য বাজার মনিটরিং করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন। মঙ্গলবার বিকালে ঘন্টাব্যাপী নির্বাহী অফিসার পাঁচবিবি বাজারে সরেজমিনে গিয়ে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রত্যেক দোকানদারদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এছাড়া কোন দোকানদার যদি ক্রেতা সাধারণের নিকট থেকে দাম বেশি নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সতর্ক করে দেন।