রাজশাহী

পাঁচবিবিতে এনজিও সমন্বয়সভা

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্র্যাকের আয়োজনে উপজেলা এনজিও সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে পাঁচবিবি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভানেত্রী আয়শা আক্তার নির্বাহী অফিসার মো. বরমান হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, ব্র্যাকের জেলা আইডিপি ব্যাবস্থাপক সুগ্রীব কুমার সরকার, পাঁচবিবি আঞ্চলিক অফিসের কর্মসূচি সংগঠক রুমা কুজুর ও নির্মল বাকলা, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু প্রমুখ।