প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫০:০৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরির্দশন করেন। একই সঙ্গে তিনি উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে উন্নয়নমূলক কাজের রেজি. খাতাগুলো অডিট (মূল্যায়ন) করেন। পরে বালিঘাটার পুরাতন ও নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবনও পরির্দশন করেন। পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ড. নাজনীনকে ফুল দিয়ে স্বাগত জানায়।
তিনি পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশে যত আদালত আছে তার মধ্যে আপনাদের আদালতের ভূমিকাই বেশি। এসময় সবার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পরামর্শমূলক বক্তব্য দেন ড. চিত্রলেখা। উপ-পরিচালকের এসব পরির্দশনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল শহীদ মুন্না, নির্বাহী অফিসার মো. বরমান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও প্যানেল চেয়ারম্যান রাজু আহম্মেদ।