প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।