দেশজুড়ে

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম শাখা এর ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৩:২৯:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও ১১ ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি রেজাউল করিম ভুট্টোর উদ্বেগে চট্টলার সুবিধা বঞ্চিত জনগণের মাঝে করোনা ভাইরাস এর দূর্যোগ কালীন উপহার সামগ্রি বিতরনের আয়োজন করা হয় ,তিনি বলেন -দেশের ক্রান্তিলগ্নে বিত্তবান মানুষদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়াঁনো উচিত।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামর্থ্যবান প্রত্যেক মানুষের এগিয়ে আসা আহব্বান জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার সামগ্রি তুলেদেন সভাপতি শফিকুল হাসান শফি ও মো:ফায়েজ আমিন । সহ আরো ছিলেন সহ সভাপতি -বেলায়েত হোসেন , সহ সভাপতি সরোয়ার আমিন বাবু,কাজী ইকবাল ,এমদাদুল হক ভূইয়া প্রচার ও প্রকাশনা -মাহমুদুর রহমান মাহমুদ, সহসংস্কৃতিক মে:মামদুদ ,কাযর্কারী সদস্যদের মধ্যে ছিলেন-সাইফুল ইসলাম রবিন, চঞ্চল মাহমুদ ও আব্দুল হান্নান প্রমুখ।