প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৮:০৮:১১ প্রিন্ট সংস্করণ
বোদা (প গড়) প্রতিনিধি : করোনায় কর্মহীন হয়ে পড়া প গড় জেলার বোদা উপজেলার নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগ সমিতি.ঢাকা এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্কুল মাঠে উপজেলার ১ শত জন নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ^ বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। এসময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানিয় সুধি বৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লাবন, সাবান ও চিনি। সংগঠনের সদস্যদের দানের অর্থে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের মানুষের পাশে দাড়িয়েছেন সংগঠনটি বলে সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান।