প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৪:১২ প্রিন্ট সংস্করণ
বোয়ালমারী, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বর্দী গ্রামে মাদক সহ আটক তিন। থানা সূত্র জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে ৩৬ পিচ ইয়াবা সহ তিন ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হল, কমলেশ্বর্দী গ্রামের মনসুর মিয়া, একই উপজেলার সাতৈর ইউনিয়নের আফজাল মৃধা ও রাজবাড়ী জেলার ভবানীপুর গ্রামের খায়রুল। জানা গেছে, এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।