দেশজুড়ে

মহেশপুরে এস এস সিতে গোল্ডেন পেলেন শ্রমিক পুত্র মিরাজ

  প্রতিনিধি ১ জুন ২০২০ , ৭:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি : এবারের এস এস সি পরীক্ষায় জিপিএ (গোল্ডেন ) পেয়েছে মোঃ মিরাজ ল। সে মহেশপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস এস সি পরীক্ষায় অংশো গ্রহন করে। মোঃ মিরাজ সব বিষয়ে জিপিএ পেয়েছে।

মোঃ মিরাজ মহেশপুর বাসষ্টাের শ্রমিক নবীছদ্দীন গৃহিনী মোছাঃ সাহানারা খাতুনের ছেলে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। মিরাজ সকলের দোয়া কামনা করেছেন।

আরও খবর

Sponsered content